Comments

মাঠ পর্যায়ে কি কি উপায়ে ইট পরীক্ষা করা হয়?








মাঠে



ইট পরীক্ষার পদ্ধতিগুলো আলোচনা করা হলো:


১/ একটি ইট নিয়ে তার গায়ে নখের আঁচর কাটার চেষ্টা করতে করলে তাতে আঁচর
পড়বে না। যদি আঁচর  পরে তাহলে বুঝতে হবে ইটটি
ভালো মানের নয়।


২/ একটি ইট দিয়ে অন্য একটি ইটকে আঘাত করলে যদি ধাতব শব্দ  উৎপন্ন হয় তাহলে বুঝতে হবে ইটটি ভালো।


৩/  দুটি ইটকে টি (T) আকৃতিতে
ধরে ২ মিটার উচু হতে ফেলে দিলে। যদি না ভাঙ্গে তবে বুঝতে হবে ইটটি ভালো।


৪/ একটি পাত্রে যদি ইট ভেজানো হয় এবং ইটটি বুদবুদ সহকারে বেশ পরিমান পানি
শোষন করে নেয় এবং পানির রং ঘোলাটে হয় তাহলে এটি 
ভাল ইট না।


৫/ ইট ভেঙ্গে টুকরো করা হলে যদি টুকরাগুলোর রং দেখতে একই রকম হয় তবে এটি
ভাল ইট।



Post a Comment

0 Comments