Comments

বেতন তোলার পর দুটি কাজ করা জরুরি



শরৎচন্দ্র প্রশ্ন রেখে বলেছিলেন, ‘দুনিয়াটা কার বশ?’ আবার উত্তর তিনি দিয়েছিলেন; ‘দুনিয়া টাকার বশ’।


তবে সঞ্চয়ের অভ্যাস আবার এমন হওয়া উচিত নয় যে, অন্য সব খরচ বাদ দিয়ে বা দান করা পর্যন্ত বন্ধ করে দিয়ে সঞ্চয় করতে হবে।


প্রতি মাসে বেতন পাওয়ার পর যে দুটি কাজ করা জরুরি তা হচ্ছে সঞ্চয় ও দান।
যেমনি সঞ্চয় করতে হবে তেমনি কিছু দানও করতে হবে। তবে দানের পরিমাণ সঞ্চয়ের
সমান হওয়ার কোনো প্রয়োজন নেই।


সম্পদ শুধু জমিয়ে রাখতে নিজেই তা ভোগ থেকে বঞ্চিত হতে হয়। তাই মাসের আয়
থেকে প্রয়োজনীয় ভোগ নিশ্চিত করতে হবে। আর সঞ্চয়ের কারণে যেন অহঙ্কার চলে না
আসে বা অর্থের গৌরব নিজেকে যাতে গ্রাস না করে এ জন্য কিছু দান করতে হবে।


Post a Comment

0 Comments